শনিবার, ১৯ জুলাই, ২০১৪

কবিতা

কতদিন দেখিনি তোমায়’’

___কাজী নজরুল ইসলাম


কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
কত দিন তুমি নাই কাছে,

তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী হেথা
মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায় ।।

শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

কবিতা

পথহারা পাখি

কাজী নজরুল ইসলাম

-------------------------

পথহারা পাখি কেঁদে ফিরি একা
আমার জীবনে শুধু আঁধারের লেখা

বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে
আশ্রয় যাচি হায় কাহার কাছে!

বুঝি দুখ নিশি মোর
হবে না হবে না ভোর
ফুটিবে না আশার আলোক রেখা।।

 ক্লান্তি


ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু ,
পথে যদি পিছিয়ে পড়ি কভু ।
এই যে হিয়া থর থর
কাঁপে আজি এমনতরো
এই বেদনা ক্ষমা করো , ক্ষমা করো প্রভু ।

কবিতা


ভালবাসি শুধু তোরে

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-- তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো-- তোমার
চরণমঞ্জীরে॥
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি-- তোমার
প্রাসাদপ্রাঙ্গণে॥
মনে ক'রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী-- তোমার
কনককঙ্কণে॥
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো-- তোমার
অলকবন্ধনে।
আমার স্মরণ শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো-- তোমার
ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো-- তোমার
অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো-- তোমার
অতুল গৌরবে॥

কবিতা

পাগলা হাওয়ার বাদল-দিনে

____রবীন্দ্রনাথ ঠাকুর


পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে ।
চেনাশোনার কোন্ বাইরে
যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে ।।

ঘরের মুখে আর কি রে
কোনোদিন সে যাবে ফিরে ।
যাবে না, যাবে না-
দেয়াল যত সব গেল টুটে ।।

বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন্
বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে-
যত মাতাল জুটে ।

যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো ।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে ।।